ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে ১০ জন গ্রেফতার

ময়মনসিংহ কোতোয়ালি পুলিশের অভিযানে বিভিন্ন মামলার আসামীসহ ১০ জন আসামী গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২০ এপ্রিল) প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, এসআই (নিঃ) মাকসুমুল হাসান খালিদ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান মামলার আসামী ১। আরশাদুল আরিফ (২৫), পিতা-আঃ মোতালেব, মাতা- রিনা খাতুন, সাং- রংপুর, উপজেলা/থানা- মধ্যনগর, জেলা-সুনামগঞ্জ, এ/পি সাং-হাতিলেট, উপজেলা/থানা- ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহ , ২। আব্দুর রহমান (১৮), পিতা-নবু হোসেন, মাতা-মোছাঃ খাইরুন্নেছা, সাং-বয়ড়া (সুপারী বাগান), ৩। শ্রী শচীন চন্দ্র দাস (২৮), পিতা- গৌতম রবি দাস, মাতা-চম্পা রানী দাস, সাং-সানকিপাড়া নয়নমনি মার্কেটের পিছনে মুচারপট্টি, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) মাসুদ জামালী সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান মামলার আসামী ১। মোঃ হৃদয় (২০), পিতা-মোঃ রবিউল ইসলাম, মাতা- নারগিস বেগম, সাং-চর গোবদিয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) মোঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান মামলার আসামী ১। মোঃ মিঠুন (২৫), পিতা-মোঃ মিন্টু মিয়া, মাতা-রিনা খাতুন, সাং-আকুয়া দক্ষিণপাড়া, ২৭নং ওয়ার্ড, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) মোঃ হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান মামলার আসামী ১। মোঃ আলম (২২), পিতা-মৃত আঃ করিম, মাতা-মোছাঃ সাফি বেগম, সাং-রাঘবপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, ২। মোঃ রুবেল মিয়া (২৮), পিতা-মৃত আশরাফ আলী, মাতা-মৃত আমেনা বেগম, সাং-মালগুদাম, থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে অত্র থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
ইহাছাড়াও এএসআই (নিঃ) মনোয়ার হোসেন, মাহমুদুল হাসান জামান, স্বপন আকন্দ সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৩ টি গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামীদের গ্রেফতার করেন।
পরোয়ানা ভূক্ত আসামীর নাম ও ঠিকানা-
১। মোঃ চানমিয়া (৫২), পিতা-মৃত-ওয়াহেদ আলী, স্থায়ী: (আকুয়ামড়ল পাড়া ),উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহ, বাংলাদেশ।
২। মোঃ রতন মিয়া,পিতা-মোঃ মেশু মিয়া, স্থায়ী: গ্রাম- বাড়েরা (বাড়েরাপুল),উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ।
৩। মোঃ সুমন মিয়া (৪২), পিতা-মৃত: হাছেন আলী, স্থায়ী: গ্রাম- রঘুরামপুর (শম্ভুগঞ্জ পুরাতন গর হাটি),উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।