দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামোতে ইসরাইলের হামলা

ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ) বৃহস্পতিবার জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামোতে রাতের বেলায় হামলা চালিয়েছে, তবে কীভাবে সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলেনি। জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়।
‘আইডিএফ দক্ষিণ লেবাননে রাতের বেলায় হিজবুল্লাহর সন্ত্রাসী অবকাঠামোর ওপর হামলা চালিয়েছে’ উল্লেখ করে সেনাবাহিনী জানিয়েছে, ‘বেসামরিক স্থাপনার আড়ালে হিজবুল্লাহর পুনর্নির্মাণ বা সামরিক উপস্থিতি স্থাপনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে আইডিএফ অভিযান চালাবে।’