শিরোনাম:

ঈদের সময় সংশ্লিষ্টদের কন্ট্রোল রুম খোলার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

ঈদের সময় সংশ্লিষ্টদের কন্ট্রোল রুম খোলার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

ঈদের ছুটিতে সড়কে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল আইন প্রয়োগকারী সংস্থা এবং বিভাগকে কন্ট্রোল রুম খোলার নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার জারি করা এক বিবৃতিতে, মন্ত্রণালয় সকল কন্ট্রোল রুমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেন্দ্রীয় যৌথ অপারেশন সেন্টারের (০১৩২০০০১২২৩) সাথে যোগাযোগ রাখার নির্দেশ দিয়েছে।

এছাড়া জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সাথে কন্ট্রোল রুমের সংযোগ স্থাপন করে নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে।

কন্ট্রোল রুমের নম্বরগুলো হলো শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগ: ০১৭১৪-১১৭৫৩৭

নৌ পরিবহন মন্ত্রণালয়: ০১৫৮১-৭৮৬৭৬৩ এবং ০১৭৬৬-০২১৮৭৬০

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ: ০১৫৫০-০৫৬৫৭৭ এবং ০১৫৫২১৪৬২২২৮

সশস্ত্র বাহিনী বিভাগ: ০১৭৬৯-০১৪৩৫৫

পুলিশ বাহিনী: ০১৩২০-০০১২২৩ এবং ০১৩২০-০০১৩০০

আনসার ও ভিডিপি: ০২-৪৭২১৪০৮৮/০২-৪৭২১৪৯৩১-৩২ এবং ০১৭৭৭-৭৯৪৪৮১

বাংলাদেশ কোস্ট গার্ড: ০১৭৬৯-৪৪০৯৯৯ এবং ০১৭৬৬-৬৯০০৪৯

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অতিরিক্ত পরিচালক (অপারেশনস): ০১৭৬৯-৬০০১১৪

ডিডি অপারেশনস, র‌্যাব সদর দপ্তর, ডিউটি অফিসার, র‌্যাব সদর দপ্তর এবং অপারেশনস কন্ট্রোল রুম, র‌্যাব সদর দপ্তর: ০১৭৭৭-৭২০০১১, ০১৭৭৭-৭২০০২৮ এবং ০১৭৭৭-৭২০০২৯

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি): ০১৩২০-০৩৭৮৪৫, ০১৩২০-০৩৭৮৪৬ এবং ০১৩২০-০৩৭৮৪৭

হাইওয়ে পুলিশ: ০১৩২০-১৮২৫৯৮

নদী পুলিশ: ০১৩২০-১৬৯৫৯৮

শিল্প পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি: ০১৭২০-১৬৯৬৩৪

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সদর দপ্তরের সহকারী পরিচালক, ঢাকা ০২-২২৩৩৫৫৫৫৫, (নতুন-১০২) এবং ০১৯৩৫-৩৮৭৩৩৬

ময়মনসিংহ কোতোয়ালি পুলিশের অভিযানে মাদক মামলার আসামীসহ গ্রেফতার- ০২

ঈদের সময় সংশ্লিষ্টদের কন্ট্রোল রুম খোলার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

ময়মনসিংহ কোতোয়ালি পুলিশের অভিযানে মাদক মামলার আসামীসহ ০২ জন আসামী গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২ মার্চ) প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ দুলাল মিয়া (৪৫), পিতা-মৃত কুরবান আলী , মাতা-মৃত ছাবিরজান, সাং- রঘুরামপুর স্কুলপাড়া (মুন্সিবাড়ী উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ কে চর রাঘবপুর এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামীর নিকট হইতে ০৬ লিটার চোলাইমদ উদ্ধার করে।

এছাড়াও এসআই (নিঃ) মোঃ মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০১টি গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেফতার করেন।

পরোয়ানাভূক্ত আসামীর নাম ও ঠিকানা-

১। মোঃ রাসেল মিয়া , পিতা-জুলহাস উদ্দিন, স্থায়ী: (সাং- বীর বওলা) , উপজেলা/থানা-
কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ।

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

 

ময়মনসিংহে সাংবাদিকদের নিয়ে ইফতার করলেন থান গ্যালারীর প্রোপ্রাইটর গোবিন্দ সাহা

ঈদের সময় সংশ্লিষ্টদের কন্ট্রোল রুম খোলার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

রমযান মাস একটি বরকতের মাস। এ বরকতের মাসে সাংবাদিকদের নিয়ে ইফতার করলেন মেসার্স নিউ শ্রীমা থান গ্যালারীর প্রোপ্রাইটর গোবিন্দ সাহা। শনিবার (২৯ মার্চ) ময়মনসিংহ নগরীর থানা ঘাট উৎসব কমিউনিটি সেন্টারে মেসার্স নিউ শ্রীমা থান গ্যালারীর প্রোপ্রাইটর গোবিন্দ সাহা এর ব্যক্তিগত উদ্যোগে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে আলোকিত ময়মনসিংহ ও ময়মনসিংহ সমাচার পত্রিকার সম্পাদক আব্দুল হালিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ।

এ সময় উপস্থিত ছিলেন, বিজয় টিভির প্রতিনিধি আব্দুল হক লিটন, ৭৫ বাংলা এর সম্পাদক ও দৈনিক নতুন সময় এর ব্যুরো প্রধান মাঈন উদ্দিন উজ্জ্বল, বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি সুলতান রহমান বাপ্পি, আজকালের কন্ঠের প্রতিনিধি শেখ মোঃ দিন ইসলাম, ময়মনসিংহ প্রতিদিনের প্রতিনিধি আব্দুস সাত্তার, উর্মি বাংলার প্রতিনিধি আব্দুল হাকিম, দৈনিক প্রতিদিনে কন্ঠস্বরের প্রতিনিধি সেলিম সাজ্জাদ, লোকালয় বার্তা প্রতিনিধি বিশ্বনাথ সাহা বিসু, মুক্তখবর প্রতিনিধি সাদিয়া সুলতানা, হেমন্ত টিভি প্রতিনিধি পপি আক্তার প্রমুখ।

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, রবিবার ঈদ

ঈদের সময় সংশ্লিষ্টদের কন্ট্রোল রুম খোলার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

সংগৃহীত ছবি

সৌদি আরবের আকাশে (২৯ মার্চ) শনিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।রবিবার (৩০ মার্চ) ঈদুল ফিতর উদযাপন করবেন সৌদি আরববাসী।

সৌদি কর্তৃপক্ষ আজ এ ঘোষণা দিয়েছে বলে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে।

এদিন দেশটির দুই বৃহৎ পর্যবেক্ষণ কেন্দ্র সুদাইর ও তুমাইরে চাঁদ দেখার সবচেয়ে বড় ব্যবস্থা করা হয়।

সেখানে সন্ধ্যা ৬টার দিকে আনুষ্ঠানিকভাবে ঈদের চাঁদের অনুসন্ধান শুরু হয়। দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইমের তথ্য মতে, ঈদুল ফিতরের চাঁদ দেখার জন্য সৌদি আরবজুড়ে ১০টি জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্রে চাঁদ দেখার ব্যবস্থা করা হয়। সেই সঙ্গে দেশটির সাধারণ মানুষকে ঈদের চাঁদ অনুসন্ধানের আহ্বান জানানো হয়।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় দেখা যায়নি শাওয়াল মাসের চাঁদ।

দেশটিতে আজ রমজানের ২৯তম দিন ছিল। কিন্তু কোথাও চাঁদ দেখা না যাওয়ায় আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। যার অর্থ ইন্দোনেশিয়ার মানুষ ৩০টি রোজা পূর্ণ করবে।