তামিমের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে বিসিবি ও পরিবার

আজ সকালে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ঢাকার প্রিমিয়ার লিগের ম্যাচ শুরুর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসাপাতালে ভর্তি হন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ইতোমধ্যে তার হার্টে রিং পরানো হয়েছে।
তামিমের সুস্থতা কামনায় জাতির কাছে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং তার পরিবার।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বর্তমানে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে আছেন তামিম।
সংকটময় মুর্হূতে দ্রুত পদক্ষেপ নেওয়ায় বিকেএসপি এবং কেপিজে স্পেশালাইজড হাসপাতালের মেডিকেল টিমের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এক বিবৃতিতে তিনি বলেন, ‘এই সংকটময় পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সকল চিকিৎসক এবং বিশেষজ্ঞদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। সারা দেশের মানুষ যেভাবে উদ্বেগ প্রকাশ করেছে, তাতে এটা প্রমাণিত তারা তামিমকে কতটা ভালোবাসে এবং প্রশংসা করে।’
‘প্রধান উপদেষ্টার কার্যালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ আমাদের সাথে যোগাযোগ করছে এবং তামিমের অবস্থা সম্পর্কে নিয়মিত আপডেট নিচ্ছে।’
বিবৃতিতে আরও জানানো হয়, বিসিবি তামিমের স্বাস্থ্যের বিষয়ে নিবিড়ভাবে নজর রাখছে এবং হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। তামিমের দ্রুত সুস্থতা নিশ্চিত করতে বোর্ড সব ধরণের সমর্থন ও সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
বিসিবি বিনীতভাবে অনুরোধ করছে যে, ভক্ত এবং দর্শকরা তামিমের অবস্থা সম্পর্কে জানতে যেন হাসপাতালে ভিড় না করেন। এর ফলে হাসপাতালের চিকিৎসা এবং পরিসেবাগুলিকে ব্যাহত হতে পারে।
পরবর্তী আপডেট যথাসময়ে মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেয়া হবে।