শিরোনাম:

যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখুন : তারেক রহমান

যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখুন : তারেক রহমান

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : ফেসবুক

‘মতের ভিন্নতা’ থাকলেও যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখার প্রতি গুরুত্বারোপ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, ‘আমাদের যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে। মতের-ভিন্নতা থাকবে, আমরা বসব, আলোচনা করব। এমন কিছু আমরা বলব না, এমন কিছু করা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব, যাতে কোনোভাবেই স্বৈরাচার বা তার প্রেত্মাতারা আবার এদেশের মানুষের কাঁধে চেপে বসতে না পারে। এই হোক আমাদের প্রত্যাশা, এই হোক আমাদের শপথ।’

আজ শনিবার ১২ দলীয় জোটের ইফতার মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই আহ্বান জানান।

আন্দোলনে সহকর্মী-আপনজনদের হারানোর কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘আসুন যে ঐক্য নিয়ে আমরা স্বৈরাচার বিদায় করেছিলাম সেই ঐক্য আমরা ধরে রাখি। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আগামী দিনে এই ঐক্য বজায় রেখে, এই ঐক্য ধরে রেখে এদেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্র প্রতিষ্ঠিত করা।’

তিনি বলেন, এদেশের মানুষের প্রত্যাশিত সংস্কার প্রক্রিয়াকে আমরা সকলে মিলে আলোচনার মাধ্যমে সকলে মিলে বাস্তবায়ন করবো।

রাজধানীর মালিবাগে একটি হোটেলে আয়োজিত এই ইফতার মাহফিলে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ অংশ নেন।

সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো দুঃখজনক উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দুঃখজনকভাবে আমরা দেখছি, একটি পরিস্থিতির উদ্ভব হচ্ছে- সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। এখানে আপনারা সবাই রাজনীতিবিদ। গণতন্ত্র বলতে একজন সাধারণ মানুষের কাছে কি বুঝায়? সাধারণ মানুষের কাছে এক কথায় নির্বাচন, নির্ভয়ে ভোট দেয়ার যে সিষ্টেম সেটিকে গণতন্ত্র বলি আমরা।’

তারেক বলেন, কেউ কেউ বলছেন যে সংস্কার শেষ হবে- তারপরে নির্বাচন হবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যেটা শেষ হয়ে যায় সেটা তো সংস্কার হতে পারে না। সংস্কার একটা কনটিনিউআস প্রসেস, চলমান প্রক্রিয়া। আমাদের শিক্ষা ব্যবস্থায় যে গাফেলতিগুলো আছে সেই ত্রুটিগুলোকে আমরা সংস্কার করব, পরিবর্তন করব এবং সময়ের সাথে আরও যখন সামনে এগিয়ে যাবো আরও ভালো ব্যবস্থা করবো। শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত কররো। দেশের মানুষের জন্য যে চিকিৎসা ব্যবস্থা আছে সেটিকে আমরা পরিবর্তন করব, উন্নত করব, পরিবর্তিত পরিস্থিতিতে সেটি এগিয়ে যাওয়ার পর আরও ভালো করার চেষ্টা করবো।

উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের উদ্দেশ্য বলেন, এখানে আমরা যারা আছি রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ, আমাদের রাজনৈতিক ভিন্নমত আছে, আদর্শ সবার এক নয়। কিছু কিছু ভিন্নতা আছে। তবে একটি জায়গা আমরা সকলে এক, তা হচ্ছে বাংলাদেশ,বাংলাদেশের মানুষ ও গণতন্ত্র। এখানে কোনো বিভেদ নেই।

১২ দলীয় জোটের সমন্বয়ক জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে ও মুখপাত্র জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদার সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনায় বিএনপির সেলিমা রহমান, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জাতীয়তাবাদী সমমনা জোটের ফরিদুজ্জামান ফরহাদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার,এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, বিএলডিপির শাহাদাত হোসেন সেলিম, জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আখতার হোসেন, গণ অধিকার পরিষদ ফারুক হাসান ও জাতীয় পার্টিও (কাজী জাফর) কাজী নাহিদ বক্তৃতা করেন।

ইফতারে বিএনপির জয়নুল আবদিন ফারুক, মাহাদি আমিন, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুর রকীব, জাগপার খন্দকার লুৎফুর রহমান, রাশেদ প্রধান, কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, বাংলাদেশ লেবার পার্টির ফারুক রহমান, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মহিউদ্দিন ইকরাম, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ছিলেন।

ময়মনসিংহ কোতোয়ালি পুলিশের অভিযানে মাদক মামলার আসামীসহ গ্রেফতার- ০২

যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখুন : তারেক রহমান

ময়মনসিংহ কোতোয়ালি পুলিশের অভিযানে মাদক মামলার আসামীসহ ০২ জন আসামী গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২ মার্চ) প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ দুলাল মিয়া (৪৫), পিতা-মৃত কুরবান আলী , মাতা-মৃত ছাবিরজান, সাং- রঘুরামপুর স্কুলপাড়া (মুন্সিবাড়ী উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ কে চর রাঘবপুর এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামীর নিকট হইতে ০৬ লিটার চোলাইমদ উদ্ধার করে।

এছাড়াও এসআই (নিঃ) মোঃ মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০১টি গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেফতার করেন।

পরোয়ানাভূক্ত আসামীর নাম ও ঠিকানা-

১। মোঃ রাসেল মিয়া , পিতা-জুলহাস উদ্দিন, স্থায়ী: (সাং- বীর বওলা) , উপজেলা/থানা-
কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ।

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

 

ময়মনসিংহে সাংবাদিকদের নিয়ে ইফতার করলেন থান গ্যালারীর প্রোপ্রাইটর গোবিন্দ সাহা

যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখুন : তারেক রহমান

রমযান মাস একটি বরকতের মাস। এ বরকতের মাসে সাংবাদিকদের নিয়ে ইফতার করলেন মেসার্স নিউ শ্রীমা থান গ্যালারীর প্রোপ্রাইটর গোবিন্দ সাহা। শনিবার (২৯ মার্চ) ময়মনসিংহ নগরীর থানা ঘাট উৎসব কমিউনিটি সেন্টারে মেসার্স নিউ শ্রীমা থান গ্যালারীর প্রোপ্রাইটর গোবিন্দ সাহা এর ব্যক্তিগত উদ্যোগে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে আলোকিত ময়মনসিংহ ও ময়মনসিংহ সমাচার পত্রিকার সম্পাদক আব্দুল হালিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ।

এ সময় উপস্থিত ছিলেন, বিজয় টিভির প্রতিনিধি আব্দুল হক লিটন, ৭৫ বাংলা এর সম্পাদক ও দৈনিক নতুন সময় এর ব্যুরো প্রধান মাঈন উদ্দিন উজ্জ্বল, বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি সুলতান রহমান বাপ্পি, আজকালের কন্ঠের প্রতিনিধি শেখ মোঃ দিন ইসলাম, ময়মনসিংহ প্রতিদিনের প্রতিনিধি আব্দুস সাত্তার, উর্মি বাংলার প্রতিনিধি আব্দুল হাকিম, দৈনিক প্রতিদিনে কন্ঠস্বরের প্রতিনিধি সেলিম সাজ্জাদ, লোকালয় বার্তা প্রতিনিধি বিশ্বনাথ সাহা বিসু, মুক্তখবর প্রতিনিধি সাদিয়া সুলতানা, হেমন্ত টিভি প্রতিনিধি পপি আক্তার প্রমুখ।

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, রবিবার ঈদ

যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখুন : তারেক রহমান

সংগৃহীত ছবি

সৌদি আরবের আকাশে (২৯ মার্চ) শনিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।রবিবার (৩০ মার্চ) ঈদুল ফিতর উদযাপন করবেন সৌদি আরববাসী।

সৌদি কর্তৃপক্ষ আজ এ ঘোষণা দিয়েছে বলে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে।

এদিন দেশটির দুই বৃহৎ পর্যবেক্ষণ কেন্দ্র সুদাইর ও তুমাইরে চাঁদ দেখার সবচেয়ে বড় ব্যবস্থা করা হয়।

সেখানে সন্ধ্যা ৬টার দিকে আনুষ্ঠানিকভাবে ঈদের চাঁদের অনুসন্ধান শুরু হয়। দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইমের তথ্য মতে, ঈদুল ফিতরের চাঁদ দেখার জন্য সৌদি আরবজুড়ে ১০টি জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্রে চাঁদ দেখার ব্যবস্থা করা হয়। সেই সঙ্গে দেশটির সাধারণ মানুষকে ঈদের চাঁদ অনুসন্ধানের আহ্বান জানানো হয়।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় দেখা যায়নি শাওয়াল মাসের চাঁদ।

দেশটিতে আজ রমজানের ২৯তম দিন ছিল। কিন্তু কোথাও চাঁদ দেখা না যাওয়ায় আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। যার অর্থ ইন্দোনেশিয়ার মানুষ ৩০টি রোজা পূর্ণ করবে।