শিরোনাম:

নওগাঁয় ৭০০ সুবিধা বঞ্চিত পরিবার পেল খাদ্য সামগ্রী

নওগাঁয় ৭০০ সুবিধা বঞ্চিত পরিবার পেল খাদ্য সামগ্রী

নওগাঁয় ৭০০ সুবিধা বঞ্চিত পরিবার পেল খাদ্য সামগ্রী। ছবি: বাসস

রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৭০০ সুবিধা বঞ্চিত পরিবারকে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।

আজ শুক্রবার সকালে জেলার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামিক রিলিফ ইউএসএ এবং ওসমান কনসালটিং ইউকের অর্থায়নে সোশ্যাল এইড এই আয়োজন করে। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭০০ পরিবারের প্রতিনিধিদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন ।

প্রতিটি পরিবারের জন্য একটি করে প্যাকেজে খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- চাল ২৫ কেজি, মসুর ডাল ২ কেজি, ছোলা ২ কেজি, সয়াবিন তেল ৫ লিটার, চিনি ২ কেজি, খেজুর ১ কেজি, সেমাই ৪০ গ্রাম, গুড়া দুধ ১ কেজি ও ৩০টি মুরগির ডিম। বিনামূল্যে এসব খাদ্য সামগ্রী পেয়ে খুশি উপকারভোগীরা।

খাদ্য সামগ্রী পেয়ে অসহায় নিলুফা বলেন, অভাবের সংসার চালাইতে কষ্ট। কোলে করে বাচ্চাটাকে নিয়ে বিভিন্ন জায়গায় কাজ করি। এখন এসব খাদ্য সামগ্রী পেয়ে রোজার মাসে কষ্টটা অনেক কমবে। এই খাবারে শুধু রোজার মাসই না, ঈদের পরও কিছুদিন চলবে।

চা বিক্রেতা আকবর হোসেন বলেন, চা বিক্রি করে কোনোরকম জীবিকা নির্বাহ করি। রমজানে চা বেচা বিক্রি কম হয়। যেসব খাদ্য সামগ্রী পেলাম তাতে পরিবারের সবাই আনন্দের সাথে বাকি রোজা ও ঈদ করতে পারবো।

অনুষ্ঠানে সোশ্যাল এইডের জেলা সমন্বয়কারী ফজলুল হক খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, ওসমান কনসালটিং ইউকের প্রোগ্রাম কো-অর্ডিনেটর তানজিল জে আহমেদ, সোশ্যাল এইডের ফিন্যান্স এ্যান্ড এডমিনিস্ট্রেশন-এর পরিচালক মোহাম্মদ আলী, প্রজেক্ট প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট-এর পরিচালক ইসাহাক মিয়া ও নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম।

ময়মনসিংহ কোতোয়ালি পুলিশের অভিযানে মাদক মামলার আসামীসহ গ্রেফতার- ০২

নওগাঁয় ৭০০ সুবিধা বঞ্চিত পরিবার পেল খাদ্য সামগ্রী

ময়মনসিংহ কোতোয়ালি পুলিশের অভিযানে মাদক মামলার আসামীসহ ০২ জন আসামী গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২ মার্চ) প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ দুলাল মিয়া (৪৫), পিতা-মৃত কুরবান আলী , মাতা-মৃত ছাবিরজান, সাং- রঘুরামপুর স্কুলপাড়া (মুন্সিবাড়ী উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ কে চর রাঘবপুর এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামীর নিকট হইতে ০৬ লিটার চোলাইমদ উদ্ধার করে।

এছাড়াও এসআই (নিঃ) মোঃ মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০১টি গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেফতার করেন।

পরোয়ানাভূক্ত আসামীর নাম ও ঠিকানা-

১। মোঃ রাসেল মিয়া , পিতা-জুলহাস উদ্দিন, স্থায়ী: (সাং- বীর বওলা) , উপজেলা/থানা-
কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ।

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

 

ময়মনসিংহে সাংবাদিকদের নিয়ে ইফতার করলেন থান গ্যালারীর প্রোপ্রাইটর গোবিন্দ সাহা

নওগাঁয় ৭০০ সুবিধা বঞ্চিত পরিবার পেল খাদ্য সামগ্রী

রমযান মাস একটি বরকতের মাস। এ বরকতের মাসে সাংবাদিকদের নিয়ে ইফতার করলেন মেসার্স নিউ শ্রীমা থান গ্যালারীর প্রোপ্রাইটর গোবিন্দ সাহা। শনিবার (২৯ মার্চ) ময়মনসিংহ নগরীর থানা ঘাট উৎসব কমিউনিটি সেন্টারে মেসার্স নিউ শ্রীমা থান গ্যালারীর প্রোপ্রাইটর গোবিন্দ সাহা এর ব্যক্তিগত উদ্যোগে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে আলোকিত ময়মনসিংহ ও ময়মনসিংহ সমাচার পত্রিকার সম্পাদক আব্দুল হালিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ।

এ সময় উপস্থিত ছিলেন, বিজয় টিভির প্রতিনিধি আব্দুল হক লিটন, ৭৫ বাংলা এর সম্পাদক ও দৈনিক নতুন সময় এর ব্যুরো প্রধান মাঈন উদ্দিন উজ্জ্বল, বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি সুলতান রহমান বাপ্পি, আজকালের কন্ঠের প্রতিনিধি শেখ মোঃ দিন ইসলাম, ময়মনসিংহ প্রতিদিনের প্রতিনিধি আব্দুস সাত্তার, উর্মি বাংলার প্রতিনিধি আব্দুল হাকিম, দৈনিক প্রতিদিনে কন্ঠস্বরের প্রতিনিধি সেলিম সাজ্জাদ, লোকালয় বার্তা প্রতিনিধি বিশ্বনাথ সাহা বিসু, মুক্তখবর প্রতিনিধি সাদিয়া সুলতানা, হেমন্ত টিভি প্রতিনিধি পপি আক্তার প্রমুখ।

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, রবিবার ঈদ

নওগাঁয় ৭০০ সুবিধা বঞ্চিত পরিবার পেল খাদ্য সামগ্রী

সংগৃহীত ছবি

সৌদি আরবের আকাশে (২৯ মার্চ) শনিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।রবিবার (৩০ মার্চ) ঈদুল ফিতর উদযাপন করবেন সৌদি আরববাসী।

সৌদি কর্তৃপক্ষ আজ এ ঘোষণা দিয়েছে বলে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে।

এদিন দেশটির দুই বৃহৎ পর্যবেক্ষণ কেন্দ্র সুদাইর ও তুমাইরে চাঁদ দেখার সবচেয়ে বড় ব্যবস্থা করা হয়।

সেখানে সন্ধ্যা ৬টার দিকে আনুষ্ঠানিকভাবে ঈদের চাঁদের অনুসন্ধান শুরু হয়। দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইমের তথ্য মতে, ঈদুল ফিতরের চাঁদ দেখার জন্য সৌদি আরবজুড়ে ১০টি জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্রে চাঁদ দেখার ব্যবস্থা করা হয়। সেই সঙ্গে দেশটির সাধারণ মানুষকে ঈদের চাঁদ অনুসন্ধানের আহ্বান জানানো হয়।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় দেখা যায়নি শাওয়াল মাসের চাঁদ।

দেশটিতে আজ রমজানের ২৯তম দিন ছিল। কিন্তু কোথাও চাঁদ দেখা না যাওয়ায় আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। যার অর্থ ইন্দোনেশিয়ার মানুষ ৩০টি রোজা পূর্ণ করবে।