ময়মনসিংহ কোতোয়ালি পুলিশের অভিযানে ডাকাতির চেষ্টা ও অন্যান্য মামলার আসামীসহ গ্রেফতার- ০৭

ময়মনসিংহ কোতোয়ালি পুলিশের অভিযানে মাদক ও ডাকাতির চেষ্টা মামলার আসামীসহ ০৭ জন আসামী গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,এসআই(নিঃ) জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ সানি মিয়া (২৫), পিদা-মোঃ নয়ন মিয়া, মাতা- রোকেয়া বেগম, সাং-আলিয়া মাদ্রাসা পালপাড়া, থানা-কোতোয়ালী, জলা- ময়মনসিংহকে কোতোয়ালী মডেল মডেল থানা এলাকা হইতে গ্রেফতার করেন এবং তাহার নিকট হইতে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
র্যাব-১৪ ময়মনসিংহ কর্তৃক থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ডাকাতির চেষ্টা মামলার আসামী ১। মেহেদী হাসান রবিন (২৫), পিতা- নজরুল ইসলাম, সাং- চুরালী, থানা- গৌরিপুর, ২। মো: রুমান মিয়া (২৪), পিতা- মৃত হাসান মিয়া, সাং- চর রগুরামপুর, ৩। আকরাম (৩২), পিতা- দুলাল, সাং- চর কালিবাড়ী, ৪। নুর নবী হক জিসান (২৬), পিতা- নজরুল হক, সাং-পালপাড়া (আলীয়া মাদ্রাসা), ৫। শিমুল(২৫), পিতা- লিটন, সাং- চর কালিবাড়ী, সর্বথানা- কোতোয়ালী, সর্বজেলা- ময়মনসিংহদেরকে কোতোয়ালী মডেল মডেল থানা এলাকা হইতে গ্রেফতার করে এবং আসামীদের নিকট হইতে চাকু উদ্ধার করেন।
ইহাছাড়াও এএসআই শেখ হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০১ টি গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেফতার করেন।
পরোয়ানাভূক্ত আসামীদের নাম ও ঠিকানা-
১। মোঃ রুহুল আমিন (নিলু), পিতা-মোঃ আব্দুল খালেক, স্থায়ী : গ্রাম- বাগের কান্দা , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহ।
প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।