
বা আমার পরিবারের একটি মানুষও আমার পরিপূরক নয়। অথবা সকলের রক্তের গ্রুপে ও ভিন্নতা থাকে। বা একই নামের অন্য কোন ব্যাক্তিও নামের কারনে পরিপূরক হতে পারে না। মসজিদ মন্দির গির্জায় একই কারে তা হলো এবাদত কিন্তু সেখানে আকাশ পাতাল ভিন্নতা রয়েছে। ঠিক তেমনি,ভাস্কর্য বা মূর্তি অথবা প্রতিমার ইংরেজি শব্দে স্ট্যাচু বা আইডল হতেই পারে। আমরা সকলেই মানুষ মানে মেন বা ওমেন। সকলে কিন্তু একই কাজের জন্য যোগ্য নই।বা সকলের পেশা বা কাজের ধরনও এক নয়।তেমনি ভাস্কর্য মূর্তি প্রতিমা একই কাজের বা একই গুনের ব্যাখ্যা দেয়াটা মূর্খতা ছাড়া আর কিছুই না। তাহলে সবার আগে শপিংমলের সকল পুতুলগুলো পূজনীয় জিনিস হয়ে যাবে।মোল্লারা কি পুতুল দিয়ে দোকান সাজায় না? পানির অপর নাম যেমন জীবন। তেমনি সব পানি কিন্তু জীবন নয়। কিছু পানিয় মৃত্যুর কারনও হয়। তেমনি ভাস্কর্য আর মূর্তিকে এক পাল্লায় তুলে নিজেকে হাস্যকর বা মুখরোচক জোকার হিসাবে তুলে ধরবেন?