মিনহাজ উদ্দীন
যেখানে শোনা যাবে দুস্থ, অসহায়,আর্থমানবতার ডাক, বাঁশখালী প্রবাসী ঐক্য পরিষদ বাড়িয়ে দেয় সহয়তার হাত। “মানবতার জয় হোক, বাঁশখালীর দুস্থ পরিবারের মুখে হাসি ফুটুক” এই স্লোগানকে সামনে রেখে উপজেলার বিভিন্ন সামাজিক কার্যক্রমে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে যাচ্ছে বাঁশখালী প্রবাসী ঐক্য পরিষদ। এরই ধারাবাহিতায় বাঁশখালী উপজেলা চাম্বল ইউনিয়নে ৬নং ওয়ার্ডে পৃথক অসহায় দুই পরিবারের মেয়ের বিয়ের জন্য এক পরিবারকে ৯ হাজার এবং আরেক পরিবারকে ২০ হাজার মোট ২৯ হাজার টাকার অনুদান প্রদান করা হয়। বাঁশখালী প্রবাসী ঐক্য পরিষদ এর প্রতিষ্ঠাতা এম আর মুজিব বলেন , এলাকার প্রতিটি ইউনিয়নে অসহায় মানুষের ডাকে সাড়া দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিবো।বাঁশখালী প্রবাসী ঐক্য পরিষদ এর মাধ্যমে বাঁশখালীর রেমিটেন্স যোদ্ধারা ঐক্যবদ্ধ হয়ে আমরা বাঁশখালে সেবামূল কাজ করে যাবো। বাঁশখালী উপজেলার বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসীদের উদ্দেশে করে বলতে চাই আসুন আমরা রেমিটেন্স যোদ্ধারা মিলে সমাজ এবং সমাজের মানুষের প্রতি আমাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব আমরা প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে পালন করি।