রায়পুর ও ঢাকা অফিস
রায়পুরে স্কুলের মাঠে খেলার সময় জাতীয় পতাকার স্ট্যান্ড মাথায় পড়ে ডালিয়া নামের এক শিশুর (৮) মৃত্যু হয়েছে।
শনিবার রাত ১১টার সময় শিশুটি ঢাকা পপুলার হাসপাতালে মারা যায়। দুপুরে উত্তর চরবংশী ইউপির কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। নিহত ডালিয়া ওই ইউপির ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. টিটুর মেয়ে ও একই এলাকার কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী। মর্মান্তিক এ ঘটনায় পরিবার, স্বজন ও গ্রামবাসীর মাঝে শোকের মাতম বইছে। সাবেক ইউপি সদস্য টিটু মোবাইলে জানান, তার মেয়ে জান্নাতুল ফেরদাউস ডালিয়া ঘটনার সময় সহপাঠীদের সঙ্গে বিদ্যালয়ের মাঠে খেলা করছিল। এ সময় স্কুলের ঝুঁকিপূর্ণ পতাকার স্ট্যান্ডটি ডালিয়ার মাথায় পড়ে গুরুতর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ইউপি সদস্য আরও জানান, কয়েকবার পতাকার স্ট্যান্ড সংস্কারের জন্য অর্থ বরাদ্দ আসলেও তা আর সংস্কার করা হয়নি। বিদ্যালয় পরিচালনা কমিটির অবহেলায় আমার মেয়ে মৃত্যু হয়েছে। ৬ মাস আগে ওই স্কুল মাঠে ফুটবল খেলার সময় সাব্বির নামে এক ছাত্রের শরীরে ভেঙে পড়েছিল পতাকার স্ট্যান্ডটি।

আর এই ঘটনার ২ দিন পর অনুমতি ব্যতিত শিক্ষার্থীদেরকে শিক্ষাপ্রতিষ্ঠানে আনা বন্ধে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।