বাংলাদেশে অবস্থানরত ৭০০ বিদেশিকে তাদের দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব বিদেশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের ভিসার মেয়াদও শেষ। তাই তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।
গণমাধ্যমের খবর অনুযায়ী- ফুটবলার, গার্মেন্ট ব্যবসায়ী, শিক্ষার্থী ও পর্যটক হিসেবে বিদেশি নাগরিকরা বাংলাদেশে আসে। ভিসার মেয়াদ শেষ হলেও তারা নিজ দেশে ফিরে যায়নি। এমনকি ভিসা নবায়নও করেনি। এরপর তারা নানা অপরাধে জড়িয়ে পড়ছে। সম্প্রতি আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বহু বিদেশি গ্রেফতার হচ্ছেন। বিশেষ করে নাইজেরিয়া, ফিলিপাইন, শ্রীলঙ্কাসহ অফ্রিকার কয়েকটি দেশের নাগরিক আছেন এই অপরাধ কর্মকাণ্ডে। অপরাধে জড়িতদের প্রায় সবাই অবৈধভাবে এ দেশে বসবাস করছে।