দেশের তিনটি ইন্টারনেট প্রোটোকলে (আইপি) ম্যালওয়্যার ভাইরাসের অবস্থান শনাক্ত করা হয়েছে। এই ভাইরাসের মাধ্যমে আর্থিক খাতে সাইবার হামলা চালিয়ে অর্থ আত্মসাৎ করার আশঙ্কা করা হচ্ছে।
এ কারণে ব্যাংকগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে ব্যাংকগুলো সতর্কতার পাশাপাশি এটিএম বুথে ও অনলাইনে লেনদেন সীমিত করে দিয়েছে।
সূত্র জানায়, গত ২৮ আগস্ট প্রথম দেশের আর্থিক খাতের অনলাইন লেনদেন পদ্ধতিতে ম্যালওয়্যার ভাইরাসটির অবস্থান শনাক্ত করা হয়। টানা নয় দিন কাজ করার পর শনিবার রাতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সাইবার ফরেনসিক বিশেষজ্ঞরা ভাইরাসটির অবস্থান শনাক্ত করেছেন। যেসব সংস্থা ইন্টারনেট সেবা দিচ্ছে তাদের কাছ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান ইন্টারনেট সেবা নিতে আইপি সংগ্রহ করে।
এর মাধ্যমে বিভিন্ন কম্পিউটার বা ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করা হয়। সাইবার বিশেষজ্ঞরা এখন পর্যন্ত অনুসন্ধান করে এমন তিনটি আইপি শনাক্ত করেছেন। এখন এই আইপিগুলোর মালিক কারা, ওইসব আইপির মাধ্যমে কোন কোন কম্পিউটার বা ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করা হয় সেগুলোর অনুসন্ধান শুরু হয়েছে।