ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলে গোলের সেঞ্চুরি করলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
৯৯টি গোলের পর তার এই রেকর্ডের অপেক্ষায় ছিল ভক্তরা। ৬ সেপ্টেম্বরই তা হতে পারত। কিন্তু সেদিন উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে নামেননি সিআরসেভেন। পায়ে সংক্রমণের জন্য দর্শক হয়েই থাকতে হয়েছে তাকে।
তবে মঙ্গলবার লিগের নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে কীর্তিটা গড়তে দেরি করলেন না এই পর্তুগিজ সুপারস্টার।
এদিন সুইডেনের বিপক্ষে গোল করে এই মাইলফলক পূরণ করেন পর্তুগাল অধিনায়ক।
উয়েফা নেশন্স লিগে ৩ নম্বর গ্রুপের ম্যাচে সুইডেনের বিপক্ষে পর্তুগালের ২-০ ব্যবধানের জয়ের ম্যাচে জোড়া গোল করেন রোনাল্ডো। তাতে জাতীয় দলের হয়ে তারকা এই ফরোয়ার্ডের গোল সংখ্যা দাঁড়ায় ১০১টি।
আন্তর্জাতিক ফুটবলে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করার কয়েক ঘণ্টার মধ্যেই রোনাল্ডোকে শুভেচ্ছা জানিয়েছেন ফুটবলের কালোমানিক কিংবদন্তি পেলে।