মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের তরুণ ওপেনার সাইফ হাসান ও কোচিং স্টাফ নিকোলাস লি। তারা এখন আইসোলেশনে রয়েছেন।
মঙ্গলবার বিকালে এক মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে টেস্ট ক্রিকেটের মধ্য দিয়ে জাতীয় দলে অভিষেক হয় সাইফ হাসানের। ২১ বছর বয়সী এ ওপেনার দেশের হয়ে মাত্র ২টি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন।
আসন্ন শ্রীলংকা সফরকে সামনে রেখে সোমবার নমুনা দেন ১৭ জন ক্রিকেটারসহ ৭ জন কোচিং স্টাফ; একদিন পর মঙ্গলবার রিপোর্ট দেয়া হয়। সেই রিপোর্টে পজিটিভ আসে ক্রিকেটার সাইফ হাসান ও জাতীয় দলের ট্রেনার নিকোলাস লির।
গত ১৪ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে করোনা টেস্টে পজিটিভ আসে নিকোলাসের। এরপর ২৩ আগস্ট নেগেটিভ আসে। এখন আরার ইতিবাচক রিপোর্ট এসেছে নিকোলাসের।