চেন্নাই সুপার কিংসের (সিএসকে) অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মতো হোটেলে ব্যালকনিসহ রুম না পাওয়ায় রাগ করেই সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরেন সতীর্থ সুরেশ রায়না। আইপিএল না খেলে দুবাই থেকে রায়না ভারতে ফিরে আসায় হতাশই হয়েছেন ফ্রাঞ্চাইজিটির মালিক এন শ্রীনিবাসন।
গত মাসের শেষ দিকে রায়না দেশে ফিরে যাওয়ার পর হতাশা প্রকাশ করে শ্রীনিবাস বলেছিলেন, ক্রিকেটাররা নিজেদের সবার চেয়ে বড় ভাবে কিন্তু চেন্নাই সুপার কিংস একটা পরিবারের মতো। সবাই সবার সঙ্গে মিলেমিশে থাকে। আমার বক্তব্য খুব পরিষ্কার, কারও যদি ইচ্ছে না হয় তাহলে সে দেশে ফিরে যাওয়াই ভালো। আমরা কাউকে জোর করব না। আসলে সাফল্য কখনও কখনও কারও মাথা ঘুরিয়ে দেয়।
মামুলি বিষয় নিয়ে রাগ করে দেশে ফিরে নিজের ভুল বুঝতে পেরেছেন সুরেশ রায়না। সেজন্য তিনি ফ্রাঞ্চাইজি মালিককে ফোন করে নিজের ভুলের জন্য ক্ষমাও চেয়েছেন। এখন অধিনায়ক ধোনি এবং চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্ট যদি চায় তাহলেই আইপিএল খেলার সুযোগ পাবেন রায়না।