পটুয়াখালীর বাউফল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী মো. গিয়াস উদ্দিনকে (৪০) বাসা থেকে ডেকে নিয়ে হাতুড়ি পেটার ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় প্রধান আসামি কালাইয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহিন বাবুর্চিকে (৩৫) কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার আদালতে হাজির হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দিন তাকে কারাগারে পাঠান।
এদিকে যুবলীগ নেতা শাহিন কারাগারে যাওয়ার ঘটনায় স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। তারা গিয়াস উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে শাহিনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে শাহিনকে ছাড়িয়ে আনার জন্য হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
গিয়াস উদ্দিনের অভিযোগ, কালাইয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মিজান মোল্লার (৪২) নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল বুধবার দুপুরের দিকে তার ব্যবসা প্রতিষ্ঠানে যায়। তখন তারা শাহিনকে না ছাড়িয়ে আনা পর্যন্ত তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য হুমকি দেয়। তাৎক্ষণিক হুমকির ঘটনা বাউফল থানার ওসিকে মোবাইল ফোনে জানানো হয়েছে বলে জানান গিয়াস।