যশোরের চৌগাছায় দেড়শ’ বিঘা আয়তনের মাছের ঘেরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে দুর্বৃত্তরা স্বরূপদাহ ইউনিয়নের বাঘারদাড়ি বিলের ওই ঘেরে বিষ প্রয়োগ করে। মঙ্গলবার বিকাল থেকে মাছ মরে ভেসে উঠতে শুরু করে।
ঘেরের মালিক জাতীয় পুরস্কারপ্রাপ্ত চাষী আবুল কাশেমের দাবি, প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বুধবার সকাল থেকে ঘেরের পানিতে ভেসে উঠা ৫-৭শ’ গ্রাম ওজনের মাছ কুড়িয়ে নিয়ে যায় কয়েক গ্রামের মানুষ।
ঘের মালিক আবুল কাশেম বলেন, আমি জাতীয় পুরস্কারপ্রাপ্ত মৎস্যচাষী। বাঘারদাড়ি বিল ছাড়াও আমার প্রায় এক হাজার বিঘা জমিতে মাছচাষ আছে। আধুনিক পদ্ধতিতে মাছচাষ করি। এভাবে মাছ মরার ঘটনা আগে কখনও ঘটেনি। আমি রাসায়নিক সার কম ব্যবহার করি। প্রাকৃতিকভাবে মাছচাষ করি। এক বছর ধরে ঘেরে মাছ ধরিনি। ঘেরে শুকনো মৌসুমে ৭০ বিঘা জলকর থাকে। বর্ষায় দেড়শ’ বিঘা হয়ে যায় জলকর এলাকা। ঘেরে পানি প্রবাহিত হয়। এখানে বদ্ধ পানি নয়। ফলে প্রাকৃতিক বিষক্রিয়ার সুযোগ নেই।