একের পর এক বিস্ফোরক মন্তব্য করেই যাচ্ছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। বলিউডের প্রায় সবাই মাদক নেয়- এমন মন্তব্য করে কিছুটা বিপাকে পড়েছেন এই নায়িকা।
এবার এই অভিনেত্রীর মাদক নেয়ার অভিযোগের তদন্ত হবে বলে জানালেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ।
মঙ্গলবার মহারাষ্ট্রের বিধানসভায় কঙ্গনা রানাউতের প্রসঙ্গ ওঠে। শিবসেনার দুই বিধায়ক, সুনীল প্রভু এবং প্রতাপ সরনায়ক আবেদন করেন কঙ্গনার মাদক নেয়ার বিষয়টি তদন্ত করতে। বিধানসভার বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ জানান, অভিনেত্রী কঙ্গনা রানাউতের বন্ধুত্ব ছিল শেখর সুমনের ছেলে অধ্যয়ন সুমনের সঙ্গে।
অধ্যয়ন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কঙ্গনা অবৈধ মাদক নেয়। শুধু তাই না, অধ্যয়ন সুমনকে জোর করে মাদক ধরানোর চেষ্টা করেছিল। এসব অভিযোগের তদন্ত করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পর কঙ্গনা রানাউত অনেকটা চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছেন। তার ড্রাগ টেস্ট করার কথা বলেছেন বলিউড নায়িকা।