কলকাতা ছবিপাড়ার জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিন্ন করে আলোচনায় এসেছিলেন ‘বোঝে না সে বোঝে না’ খ্যাত অভিনেত্রী পায়েল সরকার।
এরপর অভিনেতা আবির সেনগুপ্তর সঙ্গেও ব্রেকআপ ঘটে তার, যা সে সময়ের শোবিজের ব্যাপক আলোচিত ছিল বিষয়টি।
তবে বেশ কিছুদিন ধরে এমন কোনো মুখরোচক খবরে আলোচিত বা সমালোচিত কিছুই হচ্ছেন না পায়েল।
সবার চোখের অলক্ষ্যে অনেকটাই আড়ালে ছিলেন না এই টলিকুইন।
অবশ্য এ বিষয়ে বক্তব্য দিয়ে ফের আলোচনায় এলেন পায়েল।
এ বিষয়ে তিনি জানিয়েছেন, প্রেম করার মতো নাকি মানুষই খুঁজে পাচ্ছেন না তিনি।