অভিনয় ক্যারিয়ারের ত্রিশ বছর পার করেছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক অমিত হাসান। এখনও অভিনয় করছেন ছবিতে, তবে নায়ক নয়, কখনও পার্শ্বচরিত্র, আবারও কখনও খলনায়ক।
ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ ছবির মধ্য দিয়ে রুপালি পর্দার জগতে তার পথচলা শুরু হয়। সেই থেকে কেটে গেছে ত্রিশ বছরেরও বেশি সময়। অভিনয় করেছেন শতাধিক ছবিতে।
কিন্তু এ দীর্ঘ পথচলায়ও তিনি তৃপ্ত হতে পারেননি। রয়ে গেছে দুঃখবোধ। আর সেটি হচ্ছে রাষ্ট্রীয় মূল্যায়ন। কিন্তু জাতীয় পুরস্কার তার কপালে কখনই জোটেনি। অথচ তার বিশ্বাস, পুরস্কার পাওয়ার মতো অনেক ছবি কিংবা চরিত্রেই কাজ করেছেন তিনি।
এদিকে আজ এ অভিনেতার জন্মদিন। পরিবারের সঙ্গেই ঘরোয়াভাবে দিনটি উদযাপন করা হবে বলে জানান তিনি। এ প্রসঙ্গে অমিত হাসান বলেন, ‘আমার আজকের অবস্থানের পুরো কৃতিত্ব আমার মায়ের। তার উৎসাহ, অনুপ্রেরণাতেই আজকের অমিত আমি। আর দর্শকের ভালোবাসা তো রয়েছেই।’