করোনাকালে ঘরবন্দি জীবনে এবার নতুন পরিচয় নিয়ে আবির্ভূত হয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন তিনি। একটি নতুন প্রতিষ্ঠানের হ্যান্ড ওয়াসের বিজ্ঞাপন এটি। নির্মাণের পাশাপাশি এতে মডেল হিসেবে কাজ করেছেন এ নায়িকা।
বিজ্ঞাপনের ব্যাপ্তি ত্রিশ সেকেন্ড। শুটিংয়ের কাজ করেছেন নিজের বাসাতেই। এরই মধ্যে বিজ্ঞাপনটি দেশের বিভিন্ন চ্যানেলে প্রচারও হচ্ছে। এ ছাড়া গেল টানা দশ দিন নুসরাত ফারিয়া একটি মোবাইল ফোন ডিভাইস তৈরি কোম্পানির নতুন ছয়টি বিজ্ঞাপনে মডেল হিসেবেও কাজ করেছেন।
এর মধ্যে একটি টিভিসি এবং পাঁচটি ওভিসি বলে জানান নুসরাত ফারিয়া। এদিকে করোনার জন্য তার অভিনীত পাঁচটি ছবির কাজও বন্ধ হয়ে আছে। এর মধ্যে তিনটি বাংলাদেশের ও দুটি কলকাতার। চারটি সিনেমার কাজ প্রায় শেষ।
এগুলো হল দীপংকর দীপনের ‘ঢাকা ২০৪০’, ‘অপারেশন সুন্দরবন’, রাজা চন্দর ‘ভয়’ এবং বিরসা দাস গুপ্তর ‘বিবাহ অভিযান-টু’। শিহাব শাহীনের পরিচালনায় ‘যদি কিন্তু তবুও’ নামে আরেকটির কাজ করোনার জন্য শুরু হতে পারেনি।
আগামী অক্টোবরের মাঝামাঝিতে এ ছবির কাজ পুরোদমে শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে আজ নুসরাত ফারিয়ার জন্মদিন। দিনটি উপলক্ষে কোনো বিশেষ আয়োজন নেই বলে জানিয়েছেন তিনি। রাজধানীর নিজ বাসাতেই কাটবে সময়।