গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর শহরের ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যা ব। সোমবার সকালে গৌরাঙ্গ দেবনাথ (৪৫) নামের একজনের কাছ থেকে ৩ হাজার ৮২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক গৌরাঙ্গ দেবনাথ বাগেরহাট জেলার বড় পাইকপাড়া গ্রামের অমূল্য দেবনাথের পুত্র।
র্যা ব জানায়, ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ২০টি প্যাকেট থেকে ৩ হাজার ৮২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।