স্টাফ রিপোর্টার
মূলত নামমাত্র উন্নয়নই সড়কপথ দুর্ঘটনার জন্য দায়ী। ময়মনসিংহের ফুলপুরে সড়কপথ দুর্ঘটনায় শিশুসহ নিহত ৮ জনের রুহের মাগফিরাত কামনাকালে সেভ দ্য রোড’র মহাসচিব শান্তা ফারজানা একথা বলেন। তিনি আরো বলেন, ফুলপুর হালুয়াঘাট মহাসড়ক ছিল দীর্ঘদিনের জনদুর্ভোগ ভোগান্তির মহাসড়ক। যতবারই সড়কের উন্নয়ন হয়েছে টিকসই উন্নয়নের কাজ একবারও হয়নি।
শান্তা ফারজানা আরও বলেন, ফুলপুর থেকে হালুয়াঘাট ২৭ কিঃমিঃ সীমান্ত সড়কের উন্নয়নের কাজ হচ্ছে। এই বর্ষা মৌসুমে কাদাযুক্ত মাটি দিয়ে কাজ করছে। রাস্তার দুই পাশে যে পরিমাণ মাটি থাকার কথা সে পরিমাণ মাটি দেওয়া হয়নি। জায়গায় জায়গায় নামে মাত্র মাটি ফেলে মাটি ভরাট দেখানো হয়েছে। মহাসড়কের পাকা রাস্তার দুই পাশে দেওয়া হয়ে থাকে ১০ ইঞ্চি ইট। রাস্তার দুই পাশে ১০”+ ১০”=২০ ইঞ্চি রাস্তা পাকা রক্ষার সাথে সংযুক্ত থাকে। পুরাতন রাস্তা দেখলে বুঝা যায় এবার ১০ ইঞ্চি রাস্তা কম করা হচ্ছে। কোয়ালিটি সম্পন্ন পাথর এবং ইটের শুরকি নেই। রাস্তা হচ্ছে অসমতল পাইলিং সঠিক সঠিকভাবে হচ্ছে না।
রাস্তার পাথর একস্থান থেকে উঠিয়ে রাস্তার পাশে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৭ টার দিকে ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় যাওয়ার পথে ময়মনসিংহ-শেরপুর সড়কের ফুলপুরের বাশাটি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায় মাইক্রোবাসটি। এ ঘটনায় শিশুসহ ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার করা হয় দু’জনকে।
ওই মাইক্রোবাসে মোট ১৪ জন যাত্রী ছিলেন। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
ময়মনসিংহে সড়কপথ দুর্ঘটনায় নিহত ৮জনের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন সেভ দ্য রোড’র সদস্যবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, সেভ দ্য রোড’র সিনিয়র ভাইস চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, যুগ্ম মহাসচিব চম্পাবতী এন মারাক প্রমুখ।