মৌসুমী হালদার, স্টাফ রিপোর্টার
- ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম
শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস)।
শনিবার দুপুরে সংগঠনের সভাপতি নাসিমা আক্তার সোমা ও সাধারণ সম্পাদক আনজুমান আরা শিল্পীর নেতৃত্বে সংগঠনের সদস্যরা জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
বানাসাস’র পক্ষে এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী পলি খান, রেজওয়ানা হোসেন সুমি, আকলিমা বেগম লিমা, শান্তা ফারজানা, হালিমা খাতুন, সালমা আফরোজ, নাজু মির্জা, রেহানা পারভীন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন কর্মের ওপর আলোকপাত করে বক্তব্য দেন।
সভাপতি নাসিমা আক্তার সোমা তার বক্তব্যে বাঙালির আরও অনেক বিখ্যাত নেতাদের সাথে তুলনামূলক আলোচনায় বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন দুরন্ত, সাহসী এবং প্রতিবাদী। অন্যায়কে কখনোই তিনি প্রশ্রয় দিতেন না। তিনি ছিলেন একাধারে সাহসী, নিঃস্বার্থ, মানবতাবাদী, অসাম্প্রদায়িক, উদার ও জাতীয়তাবাদী। জাতির জনকের সাহসিকতার ওপর ভর করেই বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে। বিবিসির জরিপে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে চিহ্নিত করা হয়।
অনুষ্ঠানে সাধারণ সম্পাদক আনজুমান আরা শিল্পী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের পুরোটা অংশ দেশের মানুষ ও স্বাধীনতার জন্য লড়াই করেছেন। তার বলিষ্ঠ নেতৃত্ব ও ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন একটি দেশ পেয়েছি। তাঁর অবদান বাঙালী জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।।