ডেস্ক রিপোর্ট, বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আইসিসি’র কোনও প্রতিযোগিতায় প্রথমবারের মতো সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। ফলে শুধু সমর্থকরাই নয় স্বপ্নের ডালায় ভাসছে পুরো দলের খেলোয়াড়রাও।
স্বপ্নের শুরুটা এখানেই শেষ করতে চায় না টাইগার পেসার তাসকিন আহমেদ। চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারের লড়াইয়ে জিতে ফাইনাল খেলতেও আশাবাদী এ গতি তারকা। আইসিসি’র সেরা আট ক্রিকেট খেলুড়ে দেশের টুর্নামেন্টে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
ফলে এ গ্রুপকেই কাগজে কলমে ‘ডেথ গ্রুপ’ হিসেবে দেখছিলেন অনেকে, যেখানে বাংলাদেশের সেমিতে ওঠার সম্ভাবনা তেমন বেশি ছিল না। কিন্তু তাসকিনের আশা ছিল। তিনি বলেন ‘যেদিন এখানে এসেছিলাম, সেদিনই বলেছিলাম ইনশাআল্লাহ সেমিফাইনালে খেলব আমরা। শেষ পর্যন্ত সেমিতে আছি। এজন্য খুব ভালো লাগছে। ফাইনাল খেলার ব্যাপারেও আশাবাদী।’
আইসিসি’র দ্বিতীয় সর্বোচ্চ মর্যদার আসর চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠায় আনন্দে ভাসছে দেশের মানুষ। বিশ্বকাপের পর সবথেকে বড় আসরে বাংলাদেশের এমন অর্জন ক্রিকেটারদেরও করেছে উদ্বেলিত।
তাসকিনের অভিমত, এটা আসলে চমৎকার অভিজ্ঞতা। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আসরে খেলে সেমিফাইনালেও চলে আসলাম। আমাদের কতটা ভালো লাগছে সেটা আসলে এখানে বলে বোঝানো কঠিন। আমরা সকলেই সেমিফাইনালে খেলা নিয়ে অনেক উত্তেজিত। আসলেই অনেক খুশি, ইতিহাসও হয়ে যেতে পারে। ফাইনালেও চলে যেতে পারি। গ্রুপ পর্বের ম্যাচে নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে হারানোর দিনে বল হাতে দুই উইকেট নিয়েছিলেন তাসকিন।
১৫ জুন বার্মিংহামে ভারতের বিপক্ষে সেমিফাইনালেও দলের জয়ে অবদান রাখতে চান তিনি। তাসকিন জানান, যদি সুযোগ পাই তাহলে এমন একটা স্পেল করতে চেষ্টা করবো যেটা ম্যাচ জিততে সহায়তা করবে। সবার অবদানেই সেমিফাইনালে এসেছি আমরা। এটা দলীয় খেলা, ছোট ছোট অবদান রাখতে পারাও অনেক গুরুত্বপূর্ণ। আগের ম্যাচগুলোতে যেসব ভুল করেছি সেগুলো ঠিক করার চেষ্টা করবো।
১৩-০৬-১৭-০০-৮০