ডেস্ক রিপোর্ট, বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
বাগেরহাটের মোড়েলগঞ্জে পূর্বের শালিস বৈঠককে কেন্দ্র করে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে পুলিশের এসআই ও ইউপি সদস্যসহ উভয়পক্ষের কমপক্ষে ২০জন আহত হয়েছে।
উপজেলার চিংড়াখালী ইউনিয়নের নারিকেলবাড়ীয়া বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- আরমান দিদার (৬০), নজরুল দিদার (২৫), মান্নান হাওলাদার (৩০), শামীম হাওলাদার (৩৫), কবির খান (৩৮), মালেক হাওলাদার (৫০), আ. জলিল খান (২৯), শিমুল হাওলাদার (২৮), হালিম গাজী (৩৫), ইউপি সদস্য বেলায়েত হোসেন (৫০), সোহেল খান (৩৫) তানিয়া শিল্পী (২৬), হাফিজা বেগম (৩০), আনজিরা বেগম (৪৫) ও শুষেন হাজরা (৩৫)।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয়েছেন চিংড়াখালী পুলিশ ফারির ইনচার্জ এসআই মাসুদ রানা (৫০), গ্রাম পুলিশ আবু বক্কর দফাদার (৫০) ও শফিকুল খান (২০)।
আহতদের উদ্ধার করে মোড়েলগঞ্জ উপজেলা স্বস্থ্য কম্পেলেক্স, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পার্শ্ববর্তী জেলা পিরোজপুর স্বাস্থ্য কম্পেলেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুইদিন আগের একটি শালিস বৈঠকে উপস্থিত না হওয়াকে কেন্দ্র করে বুধবার দুপুরে ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য সোহেল খানের সাথে ওই ইউনিয়নের যুবদল নেতা শামীম হাওলাদারের বাকবিতন্ডা এক পর্যায়ে ভয়াবহ সংঘর্ষে রুপ নেয়। এতে দুই গ্রামের প্রায় দুই’শ বাসিন্দা সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় ইউনিয়ন পরিষদের ম্যাকানিক্যাল ও ডিজিটাল সেন্টারের দুটি জানালা ভাংচুর করে হামলাকারীরা।
থানার ওসি রাসেদুল আলম জানিয়েছেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ফরহাদুল কামাল০৮-০৬-১৭-০০-৫০