ডেস্ক রিপোর্ট, বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
মাদক সেবনের টাকা না পেয়ে স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে পাষণ্ড স্বামী। মঙ্গলবার সকালে সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর নতুনপাড়া এলাকার জনৈক সালাউদ্দিন মিয়ার বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, গত কয়েক দিন ধরে নিজের স্ত্রী পোশাকশ্রমিক নাজমা বেগমের (৩০) কাছে নেশা করার জন্য কয়েক হাজার টাকা চেয়ে আসছিল স্বামী রিকশাচালক মইনুল। পরে স্ত্রী নেশার টাকা না দিলে মঙ্গলবার সকালে নিজ ভাড়া ঘরে নাজমাকে গলা টিপে হত্যা করে স্বামী।
পরে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী স্বামী মইনুলকে আটক করে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমরের কাছে সোর্পদ করে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্ত্রী নাজমা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর হত্যাকারী ঘাতক স্বামীকে সাভার মডেল থানা পুলিশের কাছে সোর্পদ করেছেন। নিহত ওই নারীর তিন মেয়ে সন্তান রয়েছে সে হেমায়েতপুর এলাকায় আমান গ্রাফিক্স গার্মেন্টস অপারেটর হিসেবে কাজ করতেন। নিহত ওই নারীর বাড়ি রংপুর জেলার গঙ্গাচড়া থানার মন্ডলপাড়া গ্রামে।
সাভার মডেল থানার এসআই বাংলারিপোরর্টকে বলেন, ঘাতক স্বামীকে আমরা আটক করেছি। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আ-হৃ-০৬-০৬-১৭-১০০-০০