ইব্রাহিম খলিল প্রধান, বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
বগুড়ার গাবতলী কাগইলে জামাইয়ের মানসিক নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে শ্বশুর সুবেশ চন্দ্র দেব নাথ (৫৫) গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বিগত শনিবার রাতে কাগইল ইউনিয়নের দেওনাই গ্রামে।
জানা যায়, ঐ গ্রামের সুবেশ চন্দ্রের কন্যা তপতী রানীর সঙ্গে নওগা বদলগাছীর কোলা গ্রামের নিপেন চন্দ্র দেব নাথ নগদ ৩ লক্ষ টাকা ও ৫ ভরী সোনাসহ প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে বিবাহ করে। এরপর থেকে জামাই নিপেন আরো যৌতুকের টাকার জন্য স্ত্রী ও শ্বশুর পরিবারের সদস্যদের কে চাপ দিতে থাকে। এমনকি যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর উপরও নির্মম নির্যাতন শুরু করে নিপেন।
এ নিয়ে বিগত দেড়বছর যাবত জামাই ও শ্বশুর পরিবারের মধ্যে অশান্তি চলে আসছিল। পুনরায় শ্বশুরকে টাকার জন্য চাপ দিলে একপর্যায়ে শনিবার রাতে আত্মহত্যার উদ্দেশে সুবেশ চন্দ্র গ্রাস ট্যাবলেট খায়। আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান কলেজ হাসপাতালে ভতি করা হলে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। পরবর্তীতে পুলিশ লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের নিকট লাশ হস্তান্তর করে।
কাগইল ইউপির চেয়ারম্যান আগানিহাল বিন জলিল তপন বাংলারিপোর্টকে বলেন জামাইয়ের অমানবিক নির্যাতনের ফলে বাধ্য হয়ে সুবেশ চন্দ্র আত্মহত্যা করেছে।
০৫-০৬-১৭-০০-১০০