ডেস্ক রিপোর্ট, বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত ইরাকের মসুল নগরী থেকে পালানোর

জানজিলি জেলার রাস্তায় নারী শিশুসহ এসব লাশ খুঁজে পান। আইএস অধিকৃত তিনটি জেলার মধ্যে জানজিলি অন্যতম।
তবে এটা এখনো পরিষ্কার নয়, কিভাবে তাদের হত্যা করা হয়েছে। একজন মার্কিন ত্রাণকর্মী জানান- এসব লোক পালানোর চেষ্টা করলে আইএস তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
তাৎক্ষণিকভাবে এ বিষয়ে ইরাকি বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০১৪ সালে ইরাকের মসুল দখল করেছিল আইএস। গত অক্টোবরে মসুল উদ্ধারে অভিযান শুরু করে ইরাকি বাহিনী। বিমান ও স্থল হামলার মধ্য দিয়ে তাদের সমর্থন দিচ্ছে মার্কিন নেতৃত্বাধীন জোট। প্রায় ১০০ দিনের লড়াই শেষে চলতি বছরের জানুয়ারিতে তাদের হাত থেকে পূর্ব মসুল উদ্ধার করে যুক্তরাষ্ট্র সমর্থিত ইরাকি সেনা। তখন থেকেই ইরাকে কোণঠাসা হতে শুরু করেছিল আইএস। যদিও এর মধ্যে ঘুরে দাঁড়নোর বার্তাও দেয় তারা। এরপর গত ফেব্রুয়ারিতে টাইগ্রিস নদীর পশ্চিম ভাগে অভিযান শুরু করে ইরাকি বাহিনী।
ম-জা-০৪-০৬-১৭-০০-৬০