রাঙামাটি প্রতিনিধি, বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে আল্লাহকে নিয়ে কটূক্তিমূলক স্ট্যাটাস দেয়ায় ছাত্র ইউনিয়নের এক নেত্রীকে আটক করেছে রাঙামাটির কোতয়ালী থানা পুলিশ।
আটক নেত্রীর নাম চায়না পাটোয়ারী। তিনি রাঙামাটি জেলা ছাত্র ইউনিয়নের সাংস্কৃতিক সম্পাদক।
ওসি জানান, ‘চায়না পাটোয়ারী’ নামক একটি ফেসবুক আইডি ব্যবহার করে ওই নারী আল্লাহর প্রতি কটাক্ষ করে একটি স্ট্যাটাস দেয়। ওই স্ট্যাটাসকে কেন্দ্র করে ফেসবুকে গত কয়েকদিন ধরে রাঙামাটিতে উত্তেজনা ছড়াচ্ছিল।
স্ট্যাটাসের সূত্র ধরে শুক্রবার জুম’আর নামাজের পর বিক্ষোভ করে মুসল্লিরা। উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে পুলিশ চায়না পাটোয়ারীকে আটক করে।
০৪-০৬-১৭-০০-৫০