ডেস্ক রিপোর্ট, বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
২৩ বছরের এক তরুণকে অপহরণ করে তাকে তিনদিন ধরে লাগাতার গণধর্ষণ করল ৩ যুবতী। এ দক্ষিণ আফ্রিকার পূর্ব প্রেটোরিয়ায় ঘটেছে এই দুঃসাহসিক ঘটনা।
পুলিশ জানিয়েছে, জোর করে এনার্জি ড্রিঙ্ক খাইয়ে রোজ বারবার ধর্ষণ করা হয়েছে ওই তরুণকে। একটি মাঠে প্রায় নগ্ন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তিনদিন ধরে যুবতীদের লালসার শিকার হওয়ার পর তাকে বিধ্বস্ত ও আতঙ্কিত অবস্থায় পাওয়া যায়।
একটি ১৫ আসনের ট্যাক্সিতে উঠেছিলেন ওই তরুণ। সেখানেই ওই ৩ মহিলার সঙ্গে তার প্রথম দেখা হয়। ট্যাক্সিটি ভুল রাস্তায় নিয়ে গিয়ে ওই তরুণকে সামনের আসনে যেতে বলে মেয়েগুলি।
এরপর এক মহিলা ছেলেটিকে জোর করে একটি ইঞ্জেকশন দেওয়ার পরই তিনি অচৈতন্য হয়ে পড়েন। জ্ঞান ফেরার পর তিনি দেখেন একটি অপরিচিত ঘরে সিঙ্গল বেডে শুয়ে রয়েছেন তিনি। তখনই তাকে জোর করে এনার্জি ড্রিঙ্ক খাওয়ানো হয়।
ছেলেটি পুলিশকে জানিয়েছেন, তিনদিন তাকে ঘুমোতেও দেওয়া হয়নি। বারবার শুধু তাকে এনার্জি ড্রিঙ্ক খাওয়ানো হত। এই তিনদিনে কতবার যে তাকে ধর্ষণ করা হয়েছে তারও কোনও হিসেব তার কাছে নেই বলে জানান বিধ্বস্ত ওই তরুণ।
পুলিশ জানিয়েছে, অপরাধী পুরুষ হোক না নারী, দক্ষিণ আফ্রিকা পুলিশ যে কোনও যৌন নিগ্রহকেই যথেষ্ট গুরুত্ব দেয়। দোষীদের খুঁজে বের করে শাস্তি দিতে গভীর তদন্ত করা হবে।