ডেস্ক রিপোর্ট, বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি ক্যাসিনো থেকে অন্তত ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা সবাই দম বন্ধ হয়ে মারা যান বলে দাবি কর্তৃপক্ষের। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৪ জন।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় দিবাগত রাত ২টার দিকে এক সন্দেহভাজন বন্দুকধারী রিসোর্টস ওয়ার্ল্ড ম্যানিলার এক ক্যাসিনোতে ডাকাতির চেষ্টা করে। সন্দেহভাজন বন্দুকধারী ক্যাসিনোর ভেতর নিজ শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যা করে।
ক্যাসিনোতে আটকে পড়া ব্যক্তিদের মধ্যে অন্তত ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ম্যানিলার পুলিশ প্রধান অস্কার আলবায়ালদে। তাদের মধ্যে ওই সন্দেহভাজন ছাড়াও ১৩ জন ক্যাসিনো কর্মী এবং ২২ জন অতিথি রয়েছেন বলে তিনি নিশ্চিত করেন। তারা ক্যাসিনোর তৃতীয় তলায় আটকা পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহের শরীরে কোনও গুলি পাওয়া যায়নি। তারা দম বন্ধ হয়ে মারা যান বলে পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে, এক বিবৃতিতে ক্যাসিনোর মালিক রিসোর্টস ওয়ার্ল্ড ম্যানিলা জানিয়েছে, ওই ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারী ছাড়া ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৪ জন। তারা মর্মান্তিক এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।
এর আগে অস্কার আলবায়ালদে এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমাদের ধারণা তিনি (সন্দেহভাজন বন্দুকধারী) নিজের শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যা করেন। ওই সন্দেহভাজন বন্দুকধারী ক্যাসিনোতে প্রবেশ করে ফাঁকা গুলি চালানো শুরু করে।
অ-হা-০৩-০৬-২০১৭-০০-২০