ডেস্ক রিপোর্ট, বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
অতিরিক্ত গাঁজা সেবনে ওবাইদুর রহমান নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। তিনি কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য ও মিঠাপুকুর গ্রামের মৃত ইদু জোয়ার্দ্দারের ছেলে।
বুধবার দুপুরে কালীগঞ্জ শহরের চাপালি গ্রামের একটি বাগানে কয়েকজন মিলে গাঁজা সেবন করছিলেন। এসময় ওবাইদুর অসুস্থ হয়ে পড়েন।
কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, ওবাইদুর রহমান নিয়মিত নেশা করতেন। বুধবার দুপুরে তিনি শহরের চাপালী এলাকায় একটি বাগানে বসে অতিরিক্ত গাঁজা সেবন করতে করতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
০১-০৬-২০১৭-০০-৭০-০১-আ-হৃ