ডেস্ক রিপোর্ট, বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবেলায় বিশ্বের দেশগুলোর একজোট হওয়া ‘একান্তই জরুরি’। মঙ্গলবার নিউইয়র্কের একটি বিশ্ববিদ্যালয়ে ভাষণ দানকালে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস একথা বলেন।
বিশ্ব ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ২০১৫ সালের প্যারিস চুক্তির বাস্তবায়ন একান্তই জরুরি। এর প্রয়োজনীয়তা নিয়ে যদি কোনো দেশ সংশয় প্রকাশ করে তাহলে অন্য দেশগুলোকে অবশ্যই তাদের অবস্থানে স্থির থাকতে হবে।
জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব নেয়ার পাঁচ মাসের মধ্যে এবারই প্রথম জলবায়ু পরিবর্তন নিয়ে মুখ খুললেন গুতেরেস। প্যারিস চুক্তিতে যুক্তরাষ্ট্রের সমর্থন দেয়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংশয় প্রকাশের পর তিনি এ মন্তব্য করলেন।
সম্প্রতি জি-সেভেন শীর্ষ সম্মেলনে প্যারিস চুক্তির ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে পরে জানানোর কথা বলেন ট্রাম্প। এর আগে, জলবায়ু পরিবর্তন ইস্যুকে চীনের তৈরি একটি ‘ধাপ্পাবাজি’ বলে মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে বক্তৃতাকালে দর্শকদের উদ্দেশে তিনি বলেন, যদি কোনো সরকার বৈশ্বিক ইচ্ছা ও এই চুক্তির প্রয়োজনীয়তা নিয়ে সংশয় প্রকাশ করে তাহলে অন্য দেশগুলোকে আরো বেশি শক্তিশালী হয়ে একতাবদ্ধ হতে হবে এবং তাদের অবস্থানে স্থির থাকতে হবে।
তিনি বলেন, এ বার্তাটি একেবারেই সাধারণ- টেকসইয়ের ট্রেন স্টেশন ছেড়ে যাচ্ছে। হয় ট্রেনে উঠুন, নয়তো পেছনে পড়ে থাকুন।
৩১-০৫-২০১৭-০০-১২০-৩১-ফ/শি/