ডেস্ক রিপোর্ট, বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আনন্দ এল রাই-এর ছবির শ্যুটিং সেটে সিলিং ভেঙে পড়ে ঠিক শাহরুখ যেখানে বসেছিলেন তার পাশেই। একটুর জন্য তিনি রক্ষা পেলেও, টিমের দু’জন সদস্য আহত হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ‘অস্থায়ীভাবে তৈরি একটি ছাদ মইয়ের ওপর ভর দেয়া অবস্থায় ছিল। যা হঠাৎ ভেঙে পড়ে। দুর্ঘটনায় আহত সদস্যদের সঙ্গে সঙ্গেই হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে কারণ আঘাত গুরুতর ছিল না। সবাই অনেকটা হাফ ছেড়ে বেঁচেছেন কারণ শাহরুখ অপর প্রান্তেই বসে ছিলেন। দুই দিনের জন্য শুটিং বন্ধ করা হয়েছে। এই সপ্তাহের শেষে আবার শুটিং শুরু হবে।’
এর আগে বহুবার শুটিং সেটে আহত হয়েছেন বলিউডের কিং শাহরুখ খান। কখনো আগুনের কারণে, কখনো মারামরির দৃশ্যে অভিনয় করতে গিয়ে। একপ্রকার বলা চলে সেটে তার আঘাত পাওয়ার ঘটনা এখন নিয়মিত হয়েছেন। কিন্তু এবার বড় এক দুর্ঘটনার হাত থেকে প্রাণে বেঁচে গেলেন বাদশাহ।
আনন্দ এল রাই -এর ছবিটিতে শাহরুখ ছাড়া আরো অভিনয় করছেন আনুশকা শর্মা এবং ক্যাটরিনা কাইফ। ছবির নাম আপাতত ঠিক হয়েছে ‘ক্যাটরিনা মেরি জান’। এতে বামন চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। অন্যদিকে আনুশকাকে দেখা যাবে মানসিক ভারসাম্যহীন এক মেয়ের চরিত্রে।
৩১-০৫-২০১৭-০০-১০০-৩১-আ-হৃ