তৌহিদ আজিজ, বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
মোহনা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জিয়াউদ্দিন আহমেদ মজুমদারের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবি চেয়ারম্যান মোমিন মেহেদী।
শনিবার রাতে গুলশানের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতের কোনো এক সময় তার মৃত্যু হয়। রবিবার সকাল পেরিয়ে গেলেও ঘুম থেকে না ওঠায় ডাকতে গিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন পরিবারের সদস্যরা।
ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও মোহনা টেলিভিশনের চেয়ারম্যান কামাল আহমেদ মজুমদারের বড় ছেলে জিয়াউদ্দিন আহমেদ মজুমদার জুয়েল মোহনা টিভির প্রতিষ্ঠাকাল থেকেই ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।
২৮-০৫-২০১৭-০০-১০০-২৮-