ডেস্ক রিপোর্ট, বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
সিরিয়ায় আহত সেনাকে জঙ্গিদের হাত থেকে বাঁচাতে গিয়ে রাশিয়ার এক উপদেষ্টা নিহত হয়েছেন। কমব্যাট ব্রাদারহুড নামের রুশ যুদ্ধ ফেরত সেনাদের একটি সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।
কমব্যাট ব্রাদারহুডের মুখপাত্র জানান, চলতি মাসের ৩ তারিখে জঙ্গিদের সাথে যুদ্ধে আহত এক সতীর্থ সেনাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ছিলেন ক্যাপ্টেন ইভগেনি কোসতানতিনোভ। এসময় তার শরীরে ছয়টি গুলিবিদ্ধ হয়। এছাড়া যে সেনাকে বাঁচাতে এগিয়ে গিয়েছিলেন কোসতানতিনোভ তিনিও নিহত হন।
চলতি মাসের ৭ তারিখে পূর্ণ সামরিক মর্যাদায় রাশিয়ার নোভোসিব্রিস্ককে কোসতানতিনোভকে সমাহিত করা হয়। তার মা-বাবা এখানেই বসবাস করেন। তাকে সাহসিকতার পদক দেয়ার সুপারিশ করা হয়েছে।
কোসতানতিনোভ একটি সেনা পরিবারেই বেড়ে উঠেছেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৩২ বছর।
সিরিয়ার বাশার আল-আসাদ সরকারের অনুরোধে ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে সিরিয়ায় অভিযান শুরু করেছে রুশ বাহিনী। অভিযানে দেশটিতে এখন পর্যন্ত সেনা সদস্য ও ঠিকাদারসহ ৩০ জনেরও বেশি রুশ কর্মী নিহত হয়েছে
২৩-০৫-২০১৭-০০-১২০-২৩-আ-হৃ