ডেস্ক রিপোর্ট, বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
দুর্নীতি অভিযোগে করা মামলায় দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন হাই-এর বিচার শুরু হয়েছে। মঙ্গলবার সিউলের একটি আদালতে মামলাটির শুনানি শুরু হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত মার্চে আটক হওয়ার পর এবারই প্রথম পার্ককে প্রিজন ভ্যানে করে আদালতে নেয়া হয়। এসময় তার হাতে হাতকড়া ছিল।
দুর্নীতির অভিযোগে গণবিক্ষোভের মুখে অভিশংসনের মুখোমুখি হয়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন পার্ক। তিনিই দক্ষিণ কোরিয়ার প্রথম কোনো প্রেসিডেন্ট, যাকে অভিশংসন প্রক্রিয়ায় ক্ষমতাচ্যুত করা হয়।
তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার ও সরকারি গোপন তথ্য ফাঁসসহ মোট ১৮টি অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে তার। তবে পার্ক বরাবরই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তাকে ফাঁসানো হয়েছে।
পার্কের এই দুর্নীতির মামলায় দেশটির বেশ কিছু বড় প্রতিষ্ঠান এবং রাজনৈতিক ব্যক্তিত্বও ফেঁসে গেছেন। তাদের মধ্যে অন্যতম ইলেকট্রনিকস কোম্পানি স্যামসাংয়ের মালিক লি কুন-হে’র ছেলে ও প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান লি জে-ইয়ং।
২৩-০৫-২০১৭-০০-৯০-২৩-মাহামুদ হাসান তাহের/