ডেস্ক রিপোর্ট, বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
দেশের বিভিন্ন স্থানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তবে আগামী চারদিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে একথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘গত ১০ দিন ধরে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। চার দিনের মধ্যে ভালো অবস্থা ফিরে আসবে। কিছুটা ঘাটতি থাকবে টাওয়ারটি পড়ে যাওয়ার কারণে। আমি আশা করব, গ্রাহকরা বিষয়টি বোঝার চেষ্টা করবেন।
উল্লেখ্য, গত ১ মে কালবৈশাখী ঝড়ে ভৈরবের মেঘনার তীরে ২৩০ কেভি ক্ষমতাসম্পন্ন আশুগঞ্জ-সিরাজগঞ্জ জাতীয় গ্রিড লাইনের টাওয়ারটি ধসে পড়ে। এই লাইন দিয়ে প্রতিদিন ২০০ থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হত।
২২-০৫-২০১৭-০০-৬০-২২-আ-হৃ