ডেস্ক রিপোর্ট, বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি অতিথি ভবনে হামলা চালিয়ে এক জার্মান নারীকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারী দুর্বৃত্তরা। এসময় ওই ভবনে পাহারার দায়িত্বে থাকা এক আফগানীকে শিরশ্ছেদ করা হয়। খবর ব্রিটিশ গণমাধ্যম বিবিসির।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অপারেশন মার্সি নামের একটি সুইডিশ এনজিওর ওই অতিথিভবনে স্থানীয় সময় শনিবার রাত ১১টার দিকে এ হামলা চালানো হয়।
এ ঘটনায় ফিনল্যান্ডের অধিবাসী আরো এক নারী নিখোঁজ রয়েছেন এবং তাকে সম্ভবত অপহরণ করা হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
পৃথক ঘটনায় দক্ষিণাঞ্চলের চেকপয়েন্টসমূহে তালেবান সন্ত্রাসীর হামলায় ২০ পুলিশ নিহত হয়েছে। এছাড়া জাবুল প্রদেশে আরো একটি অতর্কিত হামলায় ১০ জনের বেশি আহত হয়েছে বলে জানা গেছে।
আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেছেন, ওই অতিথিভবনে যারা থাকতেন তারা সকলেই অপারেশন মার্সি নামের সুইডিশ এনজিও’র কর্মী ছিলেন।
২১-০৫–২০১৭-০০-৩২০-২১-ম/জা/