ডেস্ক রিপোর্ট, বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
কান চলচ্চিত্র উৎসবে বোমাতঙ্কের ঘটনা ঘটেছে। উৎসবের মধ্যেই একটি সন্দেহজনক ব্যাগ পাওয়া যায়। সেই ব্যাগটিকে ঘিরেই সৃষ্টি হয় আতঙ্ক। তখনই বম্ব অ্যালার্ট জারি হয়। পরে পুলিশ এসে ব্যাগটিকে পরীক্ষা করে সরিয়ে ফেলে।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, শনিবার পাল ডি’অর পুরস্কার প্রতিযোগিতায় পরিচালক মিশেল হাজানাভিকিয়াসের ‘রিডাউটেবল’ ছবিটির প্রদর্শনী শুরু হওয়ার প্রাক্কালে এ বোমাতঙ্ক ছড়ায়। পরে সবাইকে পাল দে ফেস্তিভালস ভবন থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়।
নিরাপত্তাকর্মীরা আশেপাশের সবকিছু ভালো করে পরীক্ষা-নিরীক্ষা করেন। প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর নিয়ে ভবনের ভেতরে তল্লাশি চালায় স্কয়াড পুলিশ। বিপজ্জনক কিছু না পাওয়ায় ৩০ মিনিট পর থিয়েটারটি আবার খুলে দেয়া হয়।
৭০তম কান উৎসব শুরু হয়েছে, শেষ হবে ২৮ মে। ইউরোপের বিভিন্ন দেশে সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে পৃথিবীর অন্যতম প্রাচীন ও প্রভাবশালী এ চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। বিভিন্ন স্থানে পাঁচ শতাধিক সিসি ক্যামেরা বসানো হয়েছে।
২১-০৫-২০১৭-০০-২১০-২১-অ/হা/