ডেস্ক রিপোর্ট, বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
অর্ধেক হোয়াইট হাউস আর অর্ধেক মস্কোর রেড স্কয়ারের সেন্ট বাসিল ক্যাথিড্রাল। হোয়াইট হাউসের মাথার ওপর বিশালকৃতির রাশিয়ার বিখ্যাত ‘অনিয়ন ডোম’ বা পেঁয়াজ-আকৃতির গম্বুজ গজিয়ে এমনটিই রূপ নিয়েছে মার্কিন প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবনটি। সত্যি নয়, চলতি সপ্তাহের যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ এটি।
মূলত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে রাশিয়ার যোগসাঁজশ নিয়েই এই প্রচ্ছদ করা হয়েছে। হোয়াইট হাউস ও সেন্ট বাসিল ক্যাথিড্রাল স্থাপনা দুটি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরিচয় বহন করে। হোয়াইট হাউসের ওপর মস্কোর সেন্ট বাসিল ক্যাথিড্রালের সোনালি, লাল, নীল, সাদা রঙের গম্বুজে ঢেকে যাওয়ার বিষয়টিকে সাম্প্রতিক সময়ে তথ্য ফাঁস হওয়া নিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বৈঠক পরবর্তী ঘটনার প্রতীকী হিসেবে তুলে ধরা হয়।
এদিকে, ১৮ মে টাইম-এর নতুন এ সংখ্যা প্রকাশিত হওয়ার পর প্রচ্ছদটি নিয়ে জোর সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এটিকে টাইম ম্যাগাজিনের ‘অসাধারণ’ ও ‘সাহসী’ কাজ বলে মত দিয়েছেন অনেকে। আবার কেউ কেউ একে মিথ্যা সংবাদ পরিবেশনে হোয়াইট হাউসকে ক্রেমলিনে রূপান্তরিত করেছে বলে মনে করছেন।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা ছাড়াও প্রচ্ছদ কপির অভিযোগ উঠেছে ম্যাগাজিনটির বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের রম্য ম্যাগাজিন ‘ম্যাড’র দাবি, গত ২৯ ডিসেম্বর প্রকাশিত সংখ্যায় তাদের করা প্রচ্ছদটি থেকে মূল ধারণা পুরোপুরি চুরি করে বানানো হয়েছে টাইমের প্রচ্ছদ। ম্যাডের প্রচ্ছদটিও ছিল ট্রাম্প-রাশিয়াকে নিয়েই। তাদের প্রচ্ছদের শিরোনাম ছিল, ‘ট্রাম্পের ওপর পুতিনের প্রভাব ক্রমান্বয়ে বেড়েই চলেছে’।
নিজেদের দাবির প্রমাণস্বরূপ ম্যাড অনলাইনে তাদের প্রচ্ছদ ও টাইমের প্রচ্ছদের ছবি পাশাপাশি প্রকাশ করেছে। এতে দেখা গেছে, দুই প্রচ্ছদই প্রায় হুবহু।
২১-০৫-২০১৭-০০-৯০-২১-ই/খ/প্র/