পলাশবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মমতাজ আলী প্রামাণিক জানান, দুপুরে কিসামত ভটিয়ান কালিরডাঙ্গাপাড়ার চিত্তরঞ্জন রায়ের বাড়ির রান্না ঘরের চুলা থেকে আগুন লাগে। মুহূর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিয়ে আগুনে নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে নীলফামারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ১১টি পরিবারের ২৩টি বসতঘর ভস্মীভূত হয়ে যায়।তথ্যের সত্যতা নিশ্চিত করে নীলফামারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা এনামুল হক জানান, আগুনে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
২০-০৫-২০১৭-০০-৩১০-২০