ডেস্ক রিপোর্ট, বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
ফোনপ্রেমীদের জন্য সুখবর। নতুন মডেলের একটা স্মার্টফোন বাজারে আনছে চাইনিজ টেলিকমিউনিকেশন অথোরিটি টিনা।
এই ফোনের সঙ্গে ইতোমধ্যে রিলিজ করেছে এস১০ এর অফিসিয়াল টিজার। স্মার্টফোনটির ক্যামেরা অন্য সব ফোনের ক্যামেরা থেকে দুর্দান্ত হবে বলে দাবি করছে ।
৫ দশমিক ৫ ইঞ্চির ফুল এইচডি পর্দার এস১০-এ থাকছে অক্টাকোর প্রসেসর। এটিতে থাকছে চার-চারটি ক্যামেরা। এর সামনে-পেছনে দুটো করে চারটি ক্যামেরায় দারুণ ছবি তোলা যাবে। ফোনটির সঙ্গে নামের আরেকটি মডেলও লিস্টে রেখেছে বলে জানা গেছে।
ফোনটির পেছনের ডুয়াল ক্যামেরায় ১৬ মেগাপিক্সেল ও ৮ মেগাপিক্সেলের সেন্সর থাকবে। আর সামনের ডুয়াল ক্যামেরায় থাকছে ২০ মেগাপিক্সেল ও ৮ মেগাপিক্সেলের সেন্সর।
নতুন ইন্টারনালে থাকবে ৬৪ গিগাবাইট মেমোরি। এটাকে মাইক্রোএসডি’র মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
৭.০ নুগেট অপারেটিং সিস্টেমে জালিত ফোনের র্যাম থাকছে ৬ জিবি। ব্যাটারি ৩৪৫০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের।
দুর্দান্ত ফোনের দাম কত হবে এই নিয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।
২০-০৫-২০১৭-০০-২১০-২০-আজিজ হৃদয়