তৌহিদ আজিজ, বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
রাজধানীর পান্থপথে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রশিক্ষণ সেন্টার সাইফুরসের প্রধান কার্যালয় ঘেরাও করে রেখেছে বকেয়া বেতনের দাবিতে ভুক্তভোগী প্রায় সাড়ে চারশ’।
শনিবার সকাল ১০টার দিকে পান্থপথের গুডলাক সেন্টারের চতুর্থতলায় প্রতিষ্ঠানটির চেয়ারপারসন, এমডি ও এডভাইসারকে একটি কক্ষে আটকে রাখা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে কলাবাগান থানা পুলিশের একটি টিম পৌঁছেছে। ওসি ইয়াসিন আরাফাত বলেন, বিষয়টি নিয়ে শিক্ষক ও সাইফুরস কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসার প্রক্রিয়া চলছে।
ভুক্তভোগী এক শিক্ষক জানান, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সাইফুরসের ঢাকার ১৪টি শাখা ও ঢাকার বাইরের ২৪টি শাখার প্রায় সাড়ে চারশ’ শিক্ষকের বেতন বকেয়া রয়েছে। এর পাশাপাশি প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদেরও বেতন দেয়া হয়নি।
২০-০৫-২০১৭-০০-১৯০-২০