ডেস্ক রিপোর্ট, বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
বলিউডের প্রতিষ্ঠিত তারকাদের ভিড়ে এখনো অনন্য কাজল দেবগন। সংসার সামলিয়েও অভিনয়ে নিয়মিত তিনি। আবার প্রসার ভারতীর বোর্ডের পার্ট টাইম সদস্য তিনি। তবে পরিবার এবং শুটিং দু’দিক সামলাতে গিয়ে এবার পদটি হারাতে চলেছেন নায়িকা!
জানা গেছে, একদিকে পরিবারের দেখভালের দায়িত্ব অন্যদিকে সিনেমার শুটিং, এই দু’দিক সামলাতে গিয়ে প্রসার ভারতীর বৈঠকগুলোর কথা বেমালুম ’ভুলে’ যাচ্ছেন মিসেস দেবগন। পরপর চারটে বৈঠকে অনুপস্থিত ছিলেন কাজল। আর তারই জেরে প্রসার ভারতীর বোর্ডের সদস্যপদটি হারাতে চলেছেন এই অভিনেত্রী।
২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে কাজল প্রসার ভারতীর বোর্ডের পার্ট টাইম সদস্য। বেশ কিছুদিন যাবৎ বৈঠকগুলিতে কাজলের টিকি অবধি দেখতে পাচ্ছেন না প্রসার ভারতীর কর্তারা।
এ বিষয়ে কাজলের মুখপাত্র জানিয়েছেন, ‘দুর্ভাগ্যজনক ভাবে চারটি মিটিংয়ে অনুপস্থিত ছিলেন কাজল। এক দিকে যেরকম রয়েছে তার কাজের ব্যস্ততা। অন্যদিকে রয়েছে পরিবার। তবে তার কাছে এই বৈঠকগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। মিটিংয়ে উপস্থিত থাকতে না পারায় কাজল ক্ষমাপ্রার্থী।’
জানা গেছে, বর্তমানে বিষয়টি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের বিচারাধীন। তারা বিষয়টিকে খতিয়ে দেখছেন। নিয়ম অনুযায়ী যে কোনো সদস্য চেয়ারম্যানের অনুমতি ছাড়া তিনটি বৈঠকে অনুপস্থিত হলেই তাকে বহিষ্কার করে বোর্ড। কাজল তো চারটি বৈঠকে অনুপস্থিত।
২০-০৫-২০১৭-০০-৮০-২০-আ-হৃ