ডেস্ক রিপোর্ট, বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
ভোলায় ছয় হাজার ১১৮ পিস ইয়াবাসহ রুবেল ও ফারজানা আক্তার এপি নামে এক দম্পতিকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মুছাকান্দি এলাকার।
ভোলা সদর মডেল থানার ওসি মীর খায়রুল কবির জানান, ভোলা-লক্ষীপুর রুটের ইলিশা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে সি-ট্রাকের যাত্রী রুবেল ও এপিকে আটক কর করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ছয় হাজার ১১৮টি ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, এসব ইয়াবা তারা কক্সবাজার থেকে ভোলা এনেছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ভোলা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
১৭/৫/২০১৭/০-১৫০-১৭/আজিজ হৃদয/