ডেস্ক রিপোর্ট, বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। নিষেধাজ্ঞা শেষে এই ম্যাচে ফিরছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ডাবলিনে বুধবার বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় ম্যাচটি শুরু হবে। খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি।
এদিকে উদ্বোধনী ম্যাচের মতো আজকের ম্যাচটিও পড়তে পারে বৃষ্টির বাধায়। স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের প্রতিবেদনে এমনটাই জানা গেছে। ম্যাচ চলাকালীন সময়ে বাগড়া দিতে পারে বৃষ্টি, সেই সাথে সকালে ভারী বর্ষণ হওয়ারও রয়েছে সম্ভাবনা।
আবাহাওয়ার প্রতিবেদন অনুযায়ী, বুধবার ডাবলিনের তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি বাতাসে আর্দ্রতা থাকবে শতকরা ৬৪ ভাগ আর বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় ৯ মাইল বলেও জানা গেছে। সে অর্থে, বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে খেলার সময় আবাহাওয়ার বিপক্ষেও লড়তে হবে টাইগারদের।
এর আগে, ত্রিদেশীয় সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। বৃষ্টির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ফল হয়নি। ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় দু’দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়েছে।
১৭/৫/২০১৭/০-১৪০-১৭/মনির জামান/