ইব্রাহিম খলিল প্রধান, বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
অবৈধ চাঁদা আদায়ের প্রতিবাদে নাটোরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। ধর্মঘটের কারণে নাটোরের অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহনসহ সবধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার সকাল থেকে জেলা বাস মালিক ও শ্রমিকরা যৌথভাবে এই ধর্মঘট পালন করছেন।
এদিকে, আকস্মিক পরিবহন ধর্মঘটের ডাক দেয়ার কারণে চরম বিপাকে পড়েছেন সাধারণ বাস যাত্রীরা। আলোচনা সাপেক্ষে দ্রুত এ সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তারা।
১৬/৫/২০১৭/০-৭০-১৬/