ডেস্ক রিপোর্ট, বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকম
পাপুয়া নিউগিনিতে কারাগার থেকে পালিয়ে যাওয়ার সময় কারারক্ষীদের গুলিতে ১৭ বন্দী নিহত হয়েছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর লের বুইমো কারাগারে এ ঘটনা ঘটে। শুক্রবার ঘটনাটি ঘটলেও সোমবার বিষয়টি গণমাধ্যমকে জানানো হয় বলে উল্লেখ করেছে আল-জাজিরা।
পুলিশের বরাত দিয়ে দেশটির দুটি দৈনিক পিএনজি পোস্ট-কুরিয়ার এবং দ্যা ন্যাশনাল হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, বিশৃঙ্খলা সৃষ্টি করে বন্দীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ৫৭ জন পালিয়ে যেতে সক্ষম হয়। তবে তিন বন্দীকে আটক করা হয়েছে।
লে মেট্রোপলিটন পুলিশের চিফ সুপারিনটেনডেন্ট অ্যান্টনি ওয়াগামবি বলেন, পালিয়ে যাওয়া বন্দীদের অনেককেই গুরুতর অপরাধের দায়ে গ্রেফতার করা হয়েছিল এবং তারা বিচারের অপেক্ষায় ছিলেন। তাদেরকে ‘বিপজ্জনক’ উল্লেখ করে তিনি আশঙ্কা প্রকাশ করেনে যে, তারা ওই এলাকায় বড় ধরনের ক্ষতি করতে পারে।
পাপুয়া নিউ গিনির অধিকাংশ কারাগারেই ধারণ ক্ষমতার বেশি বন্দী রয়েছে। বিচারের জন্যও বন্দীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। সে কারণে প্রায়ই কারাগারে দাঙ্গা বা বিশৃঙ্খলার ঘটনা ঘটে।
বুইমো কারাগারটিতে গত কয়েক বছর ধরেই বন্দী পালানোর ঘটনা ঘটছে। গত বছর কারাগারটিতে একই ঘটনায় ১২ বন্দী নিহত হয়।
১৫/৫/২০১৭/০-১৬০-৭/অ/হা/